ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় কোকোর চেহলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, মার্চ ৬, ২০১৫
বগুড়ায় কোকোর চেহলাম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৬ মার্চ) বাদ জুম’আ কোকোর রূহের মাগফেরাত কামনায় এ চেহলাম অনুষ্ঠিত হয়।



পারিবারিক ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল শেষে গরীব-দুঃখীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ীর জিয়াবাড়িতে চেহলামে যোগ দেন।

চেহলামে জেলা বিএনপি’র উপদেষ্টা ও জেলা জিয়া পরিষদের সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, ডা. মামুন উর রশিদ মিঠু, জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি প্রকৌশলী সামছুল হক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাইন, প্রকৌশলী রোকন তালুকদার, বিএনপি নেতা লাভলী রহমান, সরকার বাদল, ডা. আফসারুল হাবিব রোজ, অ্যাডভোকেট আব্দুল  বাছেদ, গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বজলু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা,  মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।