ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ৬ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, মার্চ ৭, ২০১৫
জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ৬ কর্মী গ্রেফতার

জয়পুরহাট: অবরোধ-হরতালের নামে বিভিন্ন যানবাহনে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার হিচমী উত্তরপাড়ার শফিকুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন সাজু (২৩), খাসপাহনন্দা গ্রামের মহির উদ্দীনের ছেলে নাজিম উদ্দীন, মাধবপাড়ার সোলেমান আলীর দুই ছেলে সানোয়ার হোসেন (৩৮) ও আনোয়ার হোসেন (৪০), একই গ্রামের মৃত অলেমান আলীর ছেলে রাজোয়ার হোসেন এবং দাদড়া জন্তিগ্রামের নুরুজ্জামানের ছেলে আবু বকর সিদ্দিক (৩০)।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।