ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে দেশেজুড়ে সহিংসতা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, মার্চ ৭, ২০১৫
বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে দেশেজুড়ে সহিংসতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোট পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে, দেশেজুড়ে সহিংসতা চালাচ্ছে।

বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করার নীল নকশা চলছে বলেও মন্তব্য করেন তিনি।



শনিবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তিনদোকান এলাকায় ঢাকা-দোহার সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, যেখানে সহিংসতা, সেখানে সমঝোতার পথ সংকুচিত হয়ে গেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য কেমন পরোয়ানা পাঠানো হয়েছে তা আমার জানা নেই।

এসময় মন্ত্রী ঢাকার দোহার থেকে শ্রীনগর উপজেলা পর্যন্ত ৭২ কিলোমিটার সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন। মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ এবং নিজ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।