ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, মার্চ ৮, ২০১৫
খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমায় মানুষ পোড়ানোর রাজনীতি করায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এখন আবার ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন।

কিন্তু ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। ৫ বছর অতিক্রম না হওয়া পর্যন্ত আগামী নির্বাচন হবে না।  

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে সৈয়দ স্পিনিং অ্যান্ড কটন মিলস প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, দেশে হরতালের কোনো আবহ নেই। জনগণ  অবৈধ হরতাল কখনো গ্রহণ করেনি আর করবেও না।

এর আগে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করেন। এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চিনু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ ক্রিকেট লিগে দুই গ্রুপে জেলার ১০টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।