ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাটে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, মার্চ ৮, ২০১৫
জয়পুরহাটে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

জয়পুরহাট: জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জয়পুরহাটে সোমবার (০৯ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
 
রোববার (০৮ মার্চ) বিকেল ৩টার দিকে জরুরি এক মিটিং থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ জানিয়েছেন।


 
তিনি জানান, জয়পুরহাটে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় অ্যাডভোকেট মামনকে এজহার নামীয় আসামি করা হয়েছে। এর জের ধরে শনিবার রাতে পুলিশ তার বাসায় তল্লাশি ও ভাঙচুর চালায়।
 
পরে, রোববার দুপুরে দু’টি মামলায় আত্মসমর্পণ করলে জয়পুরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসব ঘটনার প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে বলে জানান জেলা জামায়াতের আমির।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।