ময়মনসিংহ: আওয়ামী লীগ নিজেরা পটকা ফাটিয়ে খালেদা জিয়ার উপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
রোববার (০৮ মার্চ) দুপুরে শহরের নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে হরতাল সমর্থনে অনুষ্ঠিত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে তিনি এ অভিযোগ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনিদের হোতা’ আখ্যা দিয়ে ওয়াহাব বলেন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাড়ি ফেরার পথে বিয়ে বাড়িতে যে পটকা ফাটানো হয়, আপনার সোনার ছেলেদের দিয়ে সেই পটকা ফাটিয়ে খালেদা জিয়ার উপর দোষ চাপাচ্ছেন।
তিনি বলেন, ‘কয়লা ধুলে ময়লা যায় না’ বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। শেখ হাসিনা গণতন্ত্রের অত্যন্দ্র প্রহরী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে জঙ্গি আখ্যায়িত করেছেন। আমরা তা প্রত্যাখান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেশে সাবেক সংসদ সদস্য নূরজাহান ইয়াসমীন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, ছাত্রনেতা উজ্জল, এজিএস রাসেল, জিএস মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫