ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

যাত্রাবাড়ীতে শিবির-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, মার্চ ৮, ২০১৫
যাত্রাবাড়ীতে শিবির-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষে আবদুল্লাহ আল মামুন (২০) নামে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (০৮ মার্চ) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর ইসলামী ‍হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।



যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, এদিন রাতে হরতাল সমর্থনে শিবিরের ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে তারা পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাস ভাংচুর চালায়। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও হাতবোমা ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।  

আতিকুর আরও জানান, এ ঘটনায় মামুনের পায়ে একটি রাবার বুলেট বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

এছাড়া শিবির কর্মীদের ভাংচুরের সময় কমপক্ষে পাঁচ থেকে ছয়জন বাসযাত্রী আহত হয়েছেন। এর মধ্যে দুইজন শিশু। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।