ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

চাঁদপুরে পিকআপভ্যানে আগুন, আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, মার্চ ৯, ২০১৫
চাঁদপুরে পিকআপভ্যানে আগুন, আটক ৮ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে হারতাল সমর্থকরা।

রোববার (৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।



এদিকে, রোববার রাত থেকে সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত নাশকতা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে শিবিরের এক কর্মীসহ বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ।

পিকআপভ্যান চালক আবদুস ছোবহান বাংলানিউজকে বলেন, লক্ষ্মীপুরের রায়পুর যাওয়ার উদ্দেশে বাড়ির সামনে পিকআপ ভ্যানটি প্রস্তুত করে নিজে তৈরি হওয়ার জন্য বাড়ির ভেতরে ঢুকি। কিছুক্ষণের মধ্যেই একদল হরতাল সমর্থক সেখানে এসে পিকআপে আগুন ধরিয়ে দেয় । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায়। ততক্ষণে পিকআপের সামনের অংশ পুড়ে যায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনার পর পর ওই এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তবে তারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।