ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা ভাঙচুর, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, মার্চ ৯, ২০১৫
সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা ভাঙচুর, আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে।



সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বাহিরগোলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, একদল হরতাল ও অবরোধ সমর্থনকারীরা  বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা একটি ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।

এছাড়াও দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইসলামিয়া কলেজ সড়কে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে অবরোধকারীরা।

সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে, নাশকতার অভিযোগে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক কর্মীরা হলেন-শহরের জানপুর মহল্লার নজরুল ইসলাম, কোবদাসপাড়ার বেলাল, নতুন ভাঙ্গাবাড়ির আল-আমিন শেখ ও কোল গয়লা মহল্লার আলামিন।
  
সদর থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) নুরুল ইসলাম বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।