ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

না.গঞ্জে সৈনিক লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, মার্চ ৯, ২০১৫
না.গঞ্জে সৈনিক লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৪ প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর ওয়ার্ড সৈনিক লীগ সভাপতি মোখলেছুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) সকালে গোপালগঞ্জ ও মাসদাইর এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 
 
গ্রেফতাররা হলেন- জসিমউদ্দিন জসিম (৪২), মিজান ওরফে বড় মিজান (৪০), মিজান ওরফে ছোট মিজান (৩৫) ও সোহেল রানা (৩০)। এদের মধ্যে জসিম ওই মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিআইডির পরিদর্শক দাদন ফকির জানান, জসিমকে গোপালগঞ্জ ও অন্যদের মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যার আরো তথ্য জানতে ৭দিন করে রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গত ১৯ জানুয়ারি মাসদাইর এলাকার নিজ বাসা থেকে মোখলেছুর রহমানকে ঝুট সন্ত্রাসী জামাল ও জসিম রাত ৩টার দিকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে মোখলেছ নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৬ দিন পর ২৪ জানুয়ারি ফতুল্লার একটি ডোবা থেকে মোখলেছের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোখলেছের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।