ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার হরতাল প্রত্যাখান করেছে জনগণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, মার্চ ৯, ২০১৫
খালেদার হরতাল প্রত্যাখান করেছে জনগণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: জনগণ খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, সারাদেশে মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে।

অবরোধ-হরতালকে উপেক্ষা করে জনগণ আগের মতোই কর্মতৎপর রয়েছেন।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধুসেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে ১৪ দল আয়োজিত নাশকতাবিরোধী প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন,  জ্বালাও পোড়াও বন্ধ করুন। এতে কোনো লাভ হবে না। আর এগুলো করতে গিয়ে আপনি একা হয়ে গেছেন। দলের নেতাকর্মীরাও এখন আপনার সঙ্গে নেই।

এ মাসেই খালেদার এসব অপকর্মের ফয়সালা হয়ে যাবে বলে জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া, জাসদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম তানসেন এমপি, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, কমিউনিস্ট পার্টির আহ্বায়ক ডা. ওহেদুল ইসলাম, জাপা (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন, গণআজাদি লীগের সহ-সভাপতি আতাউল্লাহ খান, জাসদের কেন্দ্রীয় সদস্য খায়রুজ্জামান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা আ’লীগ নেতা আবু ইউসুফ সূর্য, গণতন্ত্রী পার্টির রেজাউল করিম সূর্য ও জাসদ নেতা নাজমুল ইসলাম মুকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।