ঢাকা: ঐতিহাসিক জয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার বিকেলে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপার্সন।
বিএনপির চেয়ারপার্সন অফিসের মিডিয়া উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলানিউজকে খালেদা জিয়ার অভিনন্দনের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে গ্রুপপর্বের খেলায় ইংল্যান্ডকে ১৫ রানে হারায় টাইগাররা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫