রংপুর: নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে রংপুর জেলা ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি বিথিসহ ৪৭ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (০৮ মার্চ) রাত থেকে সোমবার (০৯ মার্চ) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে জানান, পুলিশ জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়াসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে জামায়াত শিবিরের ৫ ও বিএনপির ৫ নেতাকর্মীসহ মোট ৪৭ জনকে আটক করা হয়।
বাকী ৩৭ জনের মধ্যে মাদক ব্যবসায়ী, খুনি, পলাতক আসামি ও চাঁদাবাজ রয়েছেন।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান শরিফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘন্টা, মার্চ ০৯, ২০১৫