ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

টাইগারদের সাফল্যে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বিজয় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, মার্চ ১০, ২০১৫
টাইগারদের সাফল্যে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বিজয় মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের আনন্দে বিজয় মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু  অ্যাভিনিউ থেকে এ বিজয় মিছিল শুরু হয়।

মিছিলটি  জিরো পয়েন্ট ঘুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী এক সমাবেশে বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান। বিজয়ের এ ধারাবাহিকতা  অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজয় মিছিলে সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।