ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার কার্যালয়ে চিকিৎসক এমপিদের অবস্থান কর্মসূচি বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, মার্চ ১০, ২০১৫
খালেদার কার্যালয়ে চিকিৎসক এমপিদের অবস্থান কর্মসূচি বুধবার প্রতীকী

ঢাকা: চলমান জ্বালাও, পোড়াও, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সহিংসতার প্রতিবাদে চিকিৎসক সংসদ সদস্যদের শান্তির পক্ষে অবস্থান কর্মসূচি পালিত হবে।

বুধবার (১১ মার্চ) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিরা।


 
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য চিকিৎসক এমপিসহ সকল এমপি এবং অন্যান্য পেশার ব্যক্তিদের সকাল ১১টার মধ্যে বনানী মাঠে (কামাল আতাতুর্ক রোডে) একত্রিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।