ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

মজবুত হচ্ছে খালেদার কার্যালয় ফটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মার্চ ১০, ২০১৫
মজবুত হচ্ছে খালেদার কার্যালয় ফটক ছবি : সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান কার্যালয় থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ফটকে ঝালাই কাজ চলছে, আরও মজবুত করা হচ্ছে এটি।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল থেকে ঝালাই কাজ শুরু হয়।



কার্যালয়ে ঢোকার পথে এটি দ্বিতীয় ফটক। কলাপসিবল এই ফটকের কাজ তদারকি করছেন কার্যালয়ে অবস্থানরত কয়েকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএসএফ (চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্স) সদস্য বাংলানিউজকে বলেন, 'ফটকটি একটু সারাই করার প্রয়োজন হয়েছে।   খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ যেদিন আনা হয়, সেদিন খুব ভিড় হয়। সবার ধাক্কা লেগে গেট নড়বড়ে হয়ে যায় কিছুটা। এখন খালেদা জিয়া এখানে আছেন। তাই বিলম্ব না করে সারাই করে নেওয়া প্রয়োজন মনে করেছি। '

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।