ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

সিলেট স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, মার্চ ১০, ২০১৫
সিলেট স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলের আনন্দ মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে বিএনপি, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নগরীর মিরাবাজার থেকে বের হওয়া মিছিল শিবগঞ্জে গিয়ে শেষ হয়।



স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামছুজ্জামান জামানের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।

মিছিল পরবর্তী এক পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, দেশবাসী আজ মহা আনন্দিত। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রাহমানের নেতৃত্বে জনতার বিজয় উপভোগ করতে সবাইকে ধৈর্য ধরে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়াহান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাকির হুসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, বিএনপি স্বেচ্ছাসেবক দল নেতা আলতাফ হোসেন বিলাল, রুজেল আহমদ চৌধুরী, দ্বীপক রায়, আব্দুল হান্নান, রায়হাদ বক্স রাক্কু, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, রুহেল আহমদ, মাহবুব হুসাইন মিলন, আমিনুল ইসলাম সাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদল নেতা লিটন কুমার দাশ নান্টু, আব্দুল কাইয়ূম, জাবেদ আহমদ জীবন, দেওয়ান নিজাম খান, মুমিনুর রাহমান জনি,মুহিবুর রাহমান লিটন, তৌহিদল ইসলাম আবু,  আব্দুস সত্তার , আব্দুললাহ আহমদ, ছুরুক আহমদ, ইমরান আহমদ, ইফতেখার আহমদ সোহেল, শাহ জাহান চৌধুরী, জাকারিয়া আহমদ, ময়নুল হোসেন, মিছবাউল আম্বিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।