ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

রামপুরার ছাত্রদল নেতা বিষ্ণু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, মার্চ ১১, ২০১৫
রামপুরার ছাত্রদল নেতা বিষ্ণু আটক

ঢাকা: রাজধানীর রামপুরা থানার ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রুবেল ওরফে বিষ্ণুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১১ মার্চ) ভোরে রামপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।



মহানগর গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার ইকবাল হোসাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি হরতাল-অবরোধে রামপুরা এলাকায় যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, অধিকাংশ ঘটনার সঙ্গেই বিষ্ণু জড়িত।

নাশকতার অভিযোগে আটক বিষ্ণুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২২, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।