ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

বরিশালে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, মার্চ ১১, ২০১৫
বরিশালে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

বরিশাল: বঙ্গবন্ধুকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বরিশাল আদালতে দায়ের করা মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান এ নির্দেশ দেন।



বরিশাল আদালতের বেঞ্চ সহকারী সেলিম তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলার বাদী বরিশাল মহানগর যুবলীগের সদস্য অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার।

বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভেঅকেট গিয়াসউদ্দিন কাবুল বাংলানিউজকে জানান, গত বছরের ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলে মন্তব্য করেন। যা নিয়ে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদে বাদী ও সাক্ষীরা মর্মাহত ও ব্যথিত হয়েছেন।

তিনি জানান, মামলার বাদী মনে করেন স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার হীন উদ্দেশে তারেক রহমান শিষ্ঠাচার বহির্ভূত মিথ্যাচার করেছে। যা শাস্তিযোগ্য অপরাধ। তাই তিনি ওই মামলাটি দায়ের করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।