ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

শিবিরের ককটেলে ৩ পুলিশ আহত, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মার্চ ১৩, ২০১৫
শিবিরের ককটেলে ৩ পুলিশ আহত, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আরিফ হত্যা মামলার আসামি ধরতে গিয়ে শিবিরকর্মীদের ছোড়া ককটেলে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।

এসময় গুলিবিদ্ধ অবস্থায় জীবন(১৭) নামে হত্যা মামলার এক আসামিসহ শিবিরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।



শিবির কর্মী জীবন শহরের শিবতলা নতুনপাড়া মহল্লার কাউসার আলীর ছেলে। তিনি আরিফ হত্যা মামলার ১ নম্বর আসামি।

আহত পুলিশ সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মনির এবং দুই কনস্টেবল রাসেদুজ্জামান ও বাবুল। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা বাংলানিউজকে জানান, শহরের শিবতলা এলাকায় আরিফ হত্যা মামলার আসামিরা অবস্থান করছেন। এমন খবর পেয়ে সকালে পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের ৩ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা রাবার বুলেট ছোড়ে। এতে শিবিরকর্মী জীবন গুলিবিদ্ধ হন।   পরে আসামি জীবনসহ শিবিরের ৩ কর্মীকে আটক করে পুলিশ।

নবাবগঞ্জ সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র শিবির কর্মী আরিফুল ইসলাম আরিফকে বৃহস্পতিবার সকালে শহরের ফুলকুড়ি ইসলামী একাডেমি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।