ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, মার্চ ১৪, ২০১৫
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টার প্রতিবাদে বগুড়ায় মিছিল-সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।



এরপর তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম বাপ্পী, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে মমতাজ উদ্দিন বলেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, নৈরাজ্য সৃষ্টির কারণে বিএনপি ও ২০ দল এখন দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বকে থামিয়ে দিতে চায়।

‘কিন্তু বাংলাদেশের মানুষের ভালবাসা ও দোয়ায় কোন ধরনের বিপথগামী শক্তিই আওয়ামী লীগের নেতৃত্বের বা দলের কোনো ক্ষতি করতে পারবে না’—বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।