ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

পুলিশ লক্ষ্য করে ককটেল, ৩ জামায়াত কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, মার্চ ১৪, ২০১৫
পুলিশ লক্ষ্য করে ককটেল, ৩ জামায়াত কর্মী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়েছে।
 
শনিবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে শহরের চাল পট্টির সনি আবাসিক হোটেল এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার শহিদগঞ্জ এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে সাইদুর রহমান ওরফে ট্যাংকী সাইদুর (২৫), আব্দুল মাজেদের ছেলে রফিকুল ইসলাম কালা (২৬) এবং মৃত আবদুল্লাহর ছেলে আবু নোমান (২৪)।  
 
এদের মধ্যে সাইদুর ও কালাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামায়াত-শিবিরের কিছু কর্মী নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছে -এমন সংবাদের ভিত্তিতে সনি আবাসিক হোটেল এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ।  
 
এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০/১২ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়।
 
পরে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই জনসহ তিন জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া, তিনটি ককটেল উদ্ধার করা হয়।  
 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।