ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, মার্চ ১৪, ২০১৫
রাজধানীতে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

ঢাকা: রাজধানীর নিউমার্কেটের সামনের রাস্তায় দুর্বৃত্তদের ছুড়া ককটেলে সাজিয়া আফরিন (৩২) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪মার্চ) রাত পৌনে ৮টায় এ ঘটনা ঘটে।



গৃহবধূর স্বামী তারেক আজিজ বাংলানিউজকে বলেন, আমরা নিউ মার্কেটে শপিংসহ বিভিন্ন কাজে আসছিলাম। কাজ শেষে নাখালপাড়া বাসায় ফিরে যাবো বলে মার্কেটের ২নং গেটে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলাম। হঠাৎ কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘট‍ালে আমার স্ত্রীর হাতে লাগে। তার ডান হাতে গুরুতর জখম হয়।

বর্তমানে আফরিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ঢাকা মেডিকেল জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমানা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলানিউজকে জানান, ককটেলে তার ডান হাতে গুরুতর জখম হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।