ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

জয়কে অপহরণ এবং হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মার্চ ১৪, ২০১৫
জয়কে অপহরণ এবং হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে ছাত্রলীগের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রলীগ শনিবার দুপুরে  নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।



জেলা ছাত্রলগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে  সভাপত্বি করেন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি।
 
বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সফি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন লাভলু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরে আলম, জিন্নাত হোসেন লাভলু, শরিফুল ইসলাম শরিফ, সুমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শেরে-জাহান-শাওন, সোহেল রানা সনি, মোবাশ্বের আহমেদ সাগর, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন, রংপুর সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক সাগর রায়, সাংগঠনিক সম্পাদক রুবেল, রংপুর কারমাইকেল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক রুবায়েত হাসান রনি, সাইদুজ্জামান সিজার, সাজু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান গাজি, রাখু, আদনান হোসেন, মনির হোসেন, সোহেল, জিয়ন, আতিক, মাসুদ, আল আমিন, নয়ন মাহমুদ বিপ্লব প্রমুখ।

সমাবেশে বক্তারা জয়কে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্রকারীদের দেশের মাটিতে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।