ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল চলছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০২, মার্চ ১৫, ২০১৫
২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল চলছে প্রতীকী

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। রোববার (১৫ মার্চ) সকাল ৬টায় শুরু হওয়া দেশব্যাপী টানা এ হরতাল চলবে বুধবার (১৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত।



এর আগে শনিবার (১৪ মার্চ) বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণার মাধ্যমে টানা সাত সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সব কর্মদিবসে হরতাল ডাকলো ২০ দল।

তবে তাদের এবারের হরতালে বিদ্যমান আর সব দাবির পাশাপাশি বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ‘গ্রেফতার’ এর প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ করে কড়া সমালোচনা করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের।    

এছাড়া বিবৃতিতে চলমান সংকট নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বলা হয়, ২০০৯ সালে শেখ হাসিনা আলোচনা অব্যাহত রাখা ও সমঝোতা হলে নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের কথা বলেছিলেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, ‍মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।