ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

হরতালেও সরব খুলনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, মার্চ ১৫, ২০১৫
হরতালেও সরব খুলনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালেও শিল্পনগরী খুলনা অনেকটা সরব।

হরতালের প্রথম দিন রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও হরতাল সমর্থকদের দেখা মেলেনি।

হয়নি মিছিল-মিটিং ও সমাবেশ।

একইভাবে হরতালের বিপক্ষেও নগরীতে আওয়ামী লীগ কিংবা ১৪ দলের কোনো মিছিল মিটিং ও সমাবেশ হয়নি।  
 
সরেজমিনে দেখা গেছে, নগরীর ডাকবাংলা, রয়েলের মোড়, সাতরাস্তার মোড়, শিববাড়ি মোড়, মর্ডানের মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক দিনের মতোই রয়েছে।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় চলছে অন্যান্য দিনের মতোই। দোকানিরা দোকান খুলেছেন, কর্মজীবী মানুষেরা ছুটেছেন যে যার কর্মস্থলে ।

এর আগে শনিবার (১৪ মার্চ) বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

টানা সাত সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সব কর্মদিবসে অবরোধের পাশাপাশি হরতাল ডেকে চলেছে ২০ দল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।