খুলনা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালেও শিল্পনগরী খুলনা অনেকটা সরব।
হরতালের প্রথম দিন রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও হরতাল সমর্থকদের দেখা মেলেনি।
একইভাবে হরতালের বিপক্ষেও নগরীতে আওয়ামী লীগ কিংবা ১৪ দলের কোনো মিছিল মিটিং ও সমাবেশ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, নগরীর ডাকবাংলা, রয়েলের মোড়, সাতরাস্তার মোড়, শিববাড়ি মোড়, মর্ডানের মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক দিনের মতোই রয়েছে।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় চলছে অন্যান্য দিনের মতোই। দোকানিরা দোকান খুলেছেন, কর্মজীবী মানুষেরা ছুটেছেন যে যার কর্মস্থলে ।
এর আগে শনিবার (১৪ মার্চ) বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
টানা সাত সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সব কর্মদিবসে অবরোধের পাশাপাশি হরতাল ডেকে চলেছে ২০ দল।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫