ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

দায়রা আদালতেও মির্জা ফখরুল, রিজভী ও ফালুর জামিন নামঞ্জুর

স্পেশাল করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, মার্চ ১৫, ২০১৫
দায়রা আদালতেও মির্জা ফখরুল, রিজভী ও ফালুর জামিন নামঞ্জুর

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা ও জজ আদালত।

আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস রোববার (১৫ মার্চ) বিকেল পৌনে চারটায় এ জামিনের আবেদন নামঞ্জুর করেন।

এর আগে সকালে আবেদনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ।

তিনজনের মোট পাঁচ মামলায় জামিনের আবেদন করা হয়েছিল। এর মধ্যে পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় মির্জা ফখরুল, যাত্রাবাড়ী থানার দুই মামলায় রিজভী এবং মিরপুর থানার এক মামলায় ফালুর জামিনের আবেদন জানানো হয়।

গত ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

গত ৩০ জানুয়ারি দিনগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব) সদস্যরা। এরপর থেকে বিভিন্ন মামলায় আট দফায় টানা ২৭ দিন রিমান্ডে ছিলেন রিজভী।

অন্যদিকে গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে ফালুকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন থেকে তিন মামলায় টানা ১৩ দিনে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বাংলাদেশ সময : ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।