গাজীপুর (ঢাকা): বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার (১৫ মার্চ) গাজীপুরে মিছিল ও পিকেটিং করেছে গাজীপুর মহানগর ছাত্রশিবির।
সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালেকের বাড়ি এলাকায় শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক তারেক হাসান, শিবির নেতা আব্দুস সালাম, মোনাব্বির, শাকির বিন হোসাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫।