ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

মেহেরপুরে ছাত্রলীগ-তরুণলীগের সংঘর্ষের ঘটনায় এজাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, মার্চ ১৬, ২০১৫
মেহেরপুরে ছাত্রলীগ-তরুণলীগের সংঘর্ষের ঘটনায় এজাহার

মেহেরপুর: মেহেরপুর শহরে ছাত্রলীগ ও তরুণ লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই থানায় এজাহার দাখিল করেছেন।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এজাহার দু’টি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।



তরুণ লীগের নয়জনের নাম উল্লেখ করে ছাত্রলীগের পক্ষ থেকে এজাহারটি করেছেন মেহেরপুর শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন।

অন্যদিকে ছাত্রলীগের নয় নেতাকর্মীর নাম উল্লেখ করে তরুণ লীগের পক্ষ থেকে অপর এজাহারটি করেছেন নজরুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার অজবাহার আলী শেখ বলেন, মধ্যরাতে উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর শহরে ছাত্রলীগ ও তরুণলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তরুণ লীগের নেতাকর্মীরা। এ সময় একজন অটোবাইক চালকসহ তিনজন গুলিবিদ্ধ হয়। এছাড়া তরুণলীগের অফিস ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড গুলিবর্ষণ করে। এছাড়া ছাত্রলীগ ও তরুণলীগের নেতাকর্মীদের মধ্যেও গুলি বিনিময় হয়।

এ ঘটনার জের ধরে বর্তমানে শহরে উত্তেজনা বিরাজ করছে। ফের  সংঘর্ষের আশঙ্কায় মেহেরপুর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।