ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

রাজনীতি

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন আ.লীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪১, মার্চ ১৭, ২০১৫
কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন আ.লীগের

ঢাকা: কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উদযাপন শুরু করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা ০১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কেক কাটা হয়।



কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

কেক কাটার পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর এই জন্মদিনে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে আমাদের। যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, ঐক্যবদ্ধ হয়ে তাদের রুখে দিতে হবে।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।