ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

রাজনীতি

জনরোষের ভয়ে খালেদা বের হন না: কামরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, মার্চ ১৭, ২০১৫
জনরোষের ভয়ে খালেদা বের হন না: কামরুল ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়া জনরোষে পড়ার ভয়ে গুলশানের কার্যালয় থেকে বের হন না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (১৭ মার্চ) শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গবন্ধুর ৯৫ তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনরোষ আর যে জঙ্গিদের সাথে তার সম্পর্কের জন্য তিনি কার্যালয় থেকে বের হতে পারেন না।

কামরুল আরও বলেন, খালেদা জিয়া কাঠের পুতুল হয়ে তার কার্যালয়ে বসে আছেন। সমস্ত নির্দেশনা আসে লন্ডন ও জঙ্গিদের কাছ থেকে। আজকে বাংলাদেশে যা হচ্ছে তারেকের নির্দেশে জঙ্গিরা তা বাস্তবায়ন করছে।  

তিনি বলেন, একবার মাফিয়া গোষ্ঠির সাথে কেউ সম্পৃক্ত হয়ে গেলে সে আর ফিরে আসতে পারে না। ফিরে আসলে পরিণতি ভয়ঙ্কর হয়। খালেদার অবস্থাও তাই হয়েছে।

‘খালেদা জিয়ার সবচাইতে বড় বিপদ তার সন্তান (তারেক জিয়া)’ উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, তার সন্তানই তাকে ওখান (কার্যালয়) থেকে সরতে দেবে না, সুস্থ রাজনীতিতে আসতে দেবে না।

বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে কামরুল বলেন, তথাকথিত বুদ্ধিজীবী পন্ডিত ব্যক্তিরা আপোস, সংলাপ, আলোচনার কথা বলেন। কিসের এবং কেন সংলাপ, আলোচনা, আপোস বলে তাদের প্রতি এ সময় প্রশ্ন রাখেন কামরুল।

তিনি বলেন,পৃথিবীর কোথাও কি জঙ্গিদের সাথে আপোস, সংলাপ, আলোচনা হয়েছে। তস্করের সঙ্গে কোন সংলাপ, আলোচনা, আপোস হওয়ার প্রশ্নই উঠে না বলে জানিয়ে দেন তিনি।

আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি নাট্যকার এটিএম শামছুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, কবি নাছির আহমেদ, নাট্যকার খায়রুল আলম সবুজ, ড. এনামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা,মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।