ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

মাগুরায় নাশকতার মামলায় বিএনপির ৬ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, মার্চ ১৮, ২০১৫
মাগুরায় নাশকতার মামলায় বিএনপির ৬ কর্মী গ্রেফতার

মাগুরা: নাশকতার মামলায় মাগুরা সদর উপজেলা থেকে বিএনপির ছয় কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ মার্চ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।



সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত বিএনপি কর্মীদের মধ্যে সদরের ঘোড়ানাছ গ্রামের খায়রুল আলম কাদের, ভায়না টিটিডিসি পাড়ার খালিদ হাসান পিয়াল ও ভিটাসাইরের মাহবুব হাসানকে সোমবার (১৬ মার্চ) রাতে শহরের মৎস্য অফিস ও গাড়িতে আগুন দেওয়া এবং বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অপর তিনজনকে সম্প্রতি শহরের ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।