ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৬, মার্চ ১৮, ২০১৫
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. বাবলু নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুরের মাদ্রাসা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত বাবলু চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি ও শেখপুর গ্রামের নুরুল হুদার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মাদ্রাসা মার্কেট থেকে বাবলু বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পাশে দুর্বৃত্তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত দশটার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত যুবলীগ নেতা বাবলুর বাবা নুরুল হুদার অভিযোগ, বাড়িতে ঘর নির্মাণ করতে গেলে এমরান, হাসান নামে কয়েক জন স্থানীয় সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়।  

লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক গৌতম মজুমদার বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিসান বাহিনীর সন্ত্রাসীরা যুবলীগ নেতা বাবুলকে কুপিয়ে জখম করেছে।

চন্দ্রগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।