ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

রাজনীতি

বড়লেখায় জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, মার্চ ১৮, ২০১৫
বড়লেখায় জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা ছবি : প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জালাল আহমদ (৩৩) নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



জালাল আহমদ একই উপজেলার সদর ইউনিয়নের বিওসি খেসরীগুল গ্রামের মৃত মরতোফা আলীর ছেলে।

জালাল আহমদের বড় বোন মিনিরা বেগম বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার কাঠালতলী বাজার থেকে ১০/১৫ জন দুর্বৃত্ত জালালকে ধরে নিয়ে যায়। পরে তারা ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে মাধবকুন্ড বাজারের কাছে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হচ্ছে।

জালাল আহমদের বিরুদ্ধে বড়লেখা থানায় একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।