ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

চাঁদপুরে ট্রাকে পেট্রোলবোমায় চালক নিহত, দগ্ধ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৭, মার্চ ১৯, ২০১৫
চাঁদপুরে ট্রাকে পেট্রোলবোমায় চালক নিহত, দগ্ধ ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ও রঘুনাথপুর এলাকায় দুইটি পণ্যবাহী চলন্ত ট্রাকে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে একটি ট্রাকের চালক দগ্ধ হয়ে নিহত ও তিনজন আহত হয়েছেন।



আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে ঝলসে  গেছে।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক জাহাঙ্গীর হোসেনের ‍বাড়ি যশোর বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দগ্ধরা হলেন, যশোরের বাঘচড়া এলাকার বাসিন্দা আবদুস ছোবহানের ছেলে  খোরশেদ আলম (৩০), গোলাম মোস্তফার ছেলে রুবেল হোসেন (৩৮) ও শাহবুদ্দিনের ছেলে শরিফ হোসেন (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রাক  চাঁদপুর হরিনা ফেরিঘাটের দিকে যাচ্ছিল। গাড়িটি ফেরি পার হয়ে খুলনা যাওয়ার কথা। পথে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে চালক জাহাঙ্গীর আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান। পুড়ে গুরুতর দগ্ধ হন ট্রাকে থাকা খোরশেদ, রুবেল ও শরিফ।

পরে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশা চালক তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে, সদর উপজেলার রঘুনাথপুর গুচ্ছগ্রামের কাছে পুরাণ বাজারে একটি ট্রাক পণ্য নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ট্রাকের গতিরোধ করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় চালক প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়লে তার পা ভেঙে যায়। এতে হেলপারও আহত হয়।

আহত চালক চালক মো. আনামত খান (৪০) শহরের গুণরাজদি কবিরাজ বাড়ির মৃত মোস্তাক হাজির ছেলে। আহত হেলপার কালু বেপারী (২২) পুরাণ বাজার পশ্চিম বাজার এলাকার শুক্কুর বেপারীর ছেলে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম ঘটনা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অগ্নিদগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

** চাঁদপুরে পেট্রোলবোমায় দগ্ধ ৩ জনের অবস্থা গুরুতর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।