ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

‘হেডম থাকলে আইসিসির বিরুদ্ধে বলেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, মার্চ ২০, ২০১৫
‘হেডম থাকলে আইসিসির বিরুদ্ধে বলেন’ শওকত মাহমুদ / ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারিয়ে দিল আইসিসি। বাংলাদেশ সরকারের হেডম নেই আইসিসির বিরুদ্ধে কথা বলার।

তারা শুধু দেশের ভেতরেই আস্ফালন করতে পারে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নার্সদের এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ।

বিরোধী জোটের ওপর হামলা-মামলা-নির্যাতন, গুম-খুনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)।
 
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

আলোচনা করেন পেশাজীবীদের নেতা রুহুল আমিন গাজী, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।
 
বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ। ম্যাচে আম্পায়ারদের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বির্তক তৈরি হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগোর মাধ্যমগুলোতে উঠেছে ঝড়। এ বিষয়ে আইসিসি বরাবর আবেদনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।