ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

চট্টগ্রামের ২ কলেজের শিক্ষকদের বদলি দাবি ছাত্রলীগের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, মার্চ ২০, ২০১৫
চট্টগ্রামের ২ কলেজের শিক্ষকদের বদলি দাবি ছাত্রলীগের

ঢাকা: চট্টগ্রাম কলেজ ও হাজি মুহম্মদ মুহসীন কলেজের শিক্ষকদের বদলির দাবি জানিয়েছে ছাত্রলীগ। ইসলামী ছাত্রশিবিরের অস্ত্র বাঙ্কার তৈরিতে কলেজ দু’টির বহু শিক্ষক সরাসরি জড়িত রয়েছেন বলে সংগঠনটি অভিযোগ করেছে।



শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এ দাবি জানায়।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, সরকারি কলেজে প্রশাসন ও শিক্ষকদের সরাসরি পৃষ্ঠপোষকতা ছাড়া অস্ত্রের বাঙ্কার তৈরি করা সম্ভব নয়। এ কাজে কলেজ দু’টির বহু শিক্ষক ও কর্মকর্তারা সরাসরি জড়িত।

তাই কলেজ দু’টির শিক্ষকদের অন্যত্র বদলি করে ও মেধার ভিত্তিতে কলেজের হোস্টেলে আসন বরাদ্দ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি দাবি জানান তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে শিবিরের সরাসরি যোগসাজশ রয়েছে অভিযোগ করে অবিলম্বে সংগঠনটিকে আইনের আওতায় এনে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি তিনি দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় ঢাবি ও বিভিন্ন ইউনিটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।