ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

কারাগারে মান্নার সঙ্গে দেখ‍া করলেন স্ত্রী-কন্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, মার্চ ২০, ২০১৫
কারাগারে মান্নার সঙ্গে দেখ‍া করলেন স্ত্রী-কন্যা মাহমুদুর রহমান মান্না

ঢাকা: কারা হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দেখা করলেন তার স্ত্রী মেহের নিগার এবং কন্যা নিলম মান্না।

শুক্রবার (২০ মার্চ) বেলা ২টায় তারা কারাগারে প্রবেশ করে আধা ঘণ্টা অবস্থানের পর বের হয়ে যান।



কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বাংলানিউজকে জানান, মাহমুদুর রহমান মান্নার স্ত্রী-কন্যা দেখা করতে আদেন করেছিলেন। এরই প্রেক্ষিতেই তাদের দেখা করতে দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা দেখা করে তার‍া চলে যান।

তিনি আরো বলেন, গতকাল মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে এসে আবারও কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সার্বক্ষণিক চিকিৎসকের তত্বাবধায়নে রয়েছেন।

মান্নার শারীরিক অবস্থা কেমন রয়েছে জানতে চাইলে তার মেয়ে নিলম মান্না বাংলানিউজকে বলেন, আমরা আব্বুকে দেখতে কারাগারে গিয়েছিলাম বেলা ১১টায়। দেখা করার আবেদন জানালে পর বেলা ২টায় আমাদের দেখা করতে দেওয়া হয়।
 
তিনি বলেন, ‌আব্বুর শারীরিক অবস্থা বেশ নয়। তার এমআরআই ও এনজিওগ্রাম করানোর কথা ছিলো। কিন্তু তার আগেই কারাকর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নিয়ে আসে। তিনি অসুস্থতার কারণে সঠিক ভাবে হাঁটতে পারছেন না।

গণমাধ্যমের মাধ্যমে সঠিক চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন জানান মান্নার মেয়ে নিলম মান্না।   

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।