ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, মার্চ ২১, ২০১৫
বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম / ফাইল ফটো

ঢাকা: বিএনপিকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (২১ মার্চ) সকালে ঢাকা শিশু হাসপাতালে নিউমোনিয়া ও পোলিও টিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী।



মন্ত্রী বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র অংশ নেওয়া উচিত। এ নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ দেওয়ার সুযোগ রয়েছে তাদের কাছে।
 
নাসিম বলেন, বিএনপি দেশ ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সময় বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল হক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।