ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

দিরাইয়ে বিএনপির ৩ নেতা আটক

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, মার্চ ২২, ২০১৫
দিরাইয়ে বিএনপির ৩ নেতা আটক

সুনামগঞ্জ: নাশতকার আশঙ্কায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির তিন নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে ঘটিত যৌথবাহিনী।

শনিবার (২১ মার্চ) রাত ১২টা থেকে রোববার (২২ মার্চ) ভোর ৪টা পর্যন্ত দিরাই পৌর শহরে অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই পৌর বিএনপির সহ-সভাপিত হাবিবুর রহমান হাবিল ও পৌর তরুণ দলের সভাপিত জুয়েল মিয়া।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আব্দুর রশিদকে দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের বাসা থেকে আটক করা হয়। অপরদিকে, হাবিলকে পৌর শহরের সুজানগর এলাকার বাসা থেকে ও জুয়েলকে চন্ডিপুরের বাসা থেকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।