ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

টাঙ্গাইলে ২০ দলের মিছিলে লাঠিচার্জে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, মার্চ ২২, ২০১৫
টাঙ্গাইলে ২০ দলের মিছিলে লাঠিচার্জে আহত ২৫

টাঙ্গাইল: টাঙ্গাইলে ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়।



রোববার (২২ মার্চ) বেলা ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ শাহীন, বিএনপি কর্মী মোসলেম, রাসেল, আমিনুর ও রুবেল।

স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টায় শহরের পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে ২০ দলের নেতাকর্মীরা এসে জড়ো হন। পরে তারা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এতে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ শাহীন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম বাবু, শহর ছাত্রদলের আহ্বায়ক মারুফ সরোয়ার, বিএনপি কর্মী আমিনুর, সোহাগ, ছাত্রদল কর্মী আব্দুল্লা, রাসেল, যুবদলের ওয়ার্ড সভাপতি সজলসহ ২৫ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ