ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

‘সালাহউদ্দিনকে খুঁজে না পাওয়া সরকারের ব্যর্থতা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, মার্চ ২৩, ২০১৫
‘সালাহউদ্দিনকে খুঁজে না পাওয়া সরকারের ব্যর্থতা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে না পাওয়া সরকারের ব্যর্থতা বলে গণ্য হবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সোমবার (২৩ মার্চ) সকালে সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষা‍ৎ করতে এসে তিনি এ মন্তব্য করেন।



সরকারের উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আপনারা বিভিন্ন বিষয়ে ব্যর্থ হয়েছেন, কিন্তু এটি একটি মানবিক বিষয়। এক্ষেত্রে ব্যর্থ হওয়া চলবে না। তাকে খুঁজে দিন।

এসময় সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, আমরা আগে থেকেই বলছি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। তাই এখনও বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলে তাকে ফেরত পাওয়া যাবে। আমি তার (প্রধানমন্ত্রী) কাছে আকুল আবেদন জানাই।

প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে চিঠি দেওয়ার পর এখনও সে তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বলেও জানান হাসিনা আহমেদ।

এ সময় বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।