ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, মার্চ ২৪, ২০১৫
গাজীপুরে ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা আল আমীন শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপ‍ুরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়।



এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকিরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন রানার উপস্থাপনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, আল আমীন শেখের বড় ভাই আলমগীর হোসেন।

তিনি বলেন, এর আগে অনেকবার এ রকম কর্মস‍ূচি পালনের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে। তারপরও হত্যাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন, আল আমীন শেখের বাবা আবুল হোসেন এবং স্থানীয় ছাত্রলীগ নেত‍ারা।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৮ মার্চ শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণার কোন্দলে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা আল আমীন শেখ। ৯ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।