ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে বিএনপি-জামায়াতের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, মার্চ ২৫, ২০১৫
ময়মনসিংহে বিএনপি-জামায়াতের বিক্ষোভ

ময়মনসিংহ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি- জামায়াত নেতাকর্মীরা।

বুধবার (২৫ মার্চ) দুপুর ও বিকেলে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে তারা।



দলীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে শহরের হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে।

এ সময় বিএনপি নেতা কাজী রানা, আলমগীর মাহমুদ আলম, শাহ শিব্বির আহমেদ বুলু, মাহাবুব, রতন আকন্দ প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন।

এদিকে, একইভাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে শহরের নতুন বাজার এলাকা থেকে ঝটিকা মিছিল করে জামায়াত। এ মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ।

এ সময় জামায়াত নেতা হায়দার করিম, আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।