ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

সেই তন্বীর জন্য পদ ছাড়লো ছাত্রদল ও বাগছাস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, আগস্ট ২০, ২০২৫
সেই তন্বীর জন্য পদ ছাড়লো ছাত্রদল ও বাগছাস

২০২৪ সালের ১৫ আগস্ট ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হয়েছিলেন তন্বী। ফেসবুক, গণমাধ্যমসহ বিভিন্ন পরিসরে তা বেশ আলোচনায় এসেছিল।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেই সানজিদা আহমেদ তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালের মনোবিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থীর সম্মানে একই পদে নিজেদের কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতারা।

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।  

এর আগে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তন্বীর জন্য পদ খালি রাখার ঘোষণা দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের।  

নিজের ফেসবুক আইডিতে তিনি বলেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে ‘গবেষণা ও প্রকাশনা’ বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।  

এদিকে আজ দুপুরে একই পদে কোনো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশ ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল- সমর্থিত প্যানেলে তন্বীর সম্মানে পদ ফাঁকা রাখা হয়েছে।  

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।