ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

সালাহ উদ্দিন নিখোঁজ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিছু জানানো হয়নি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মার্চ ২৫, ২০১৫
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিছু জানানো হয়নি

ঢাকা: ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উদ্ধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

বুধবার (২৫ মার্চ) বিকেলে গুলশান-২ সালাহ উদ্দিন আহমেদের বাসায় ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অরগানাইজেশনের একটি প্রতিনিধিদল দেখা করতে ‍এলে তিনি একথা বলেন।



হাসিনা আহমেদ বলেন, নিখোঁজের ১৫ দিন অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত এর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তবে কি অবস্থায় আছে, কিভাবে আছে আমরা কিছুই জানিনা। তাকে উদ্ধারে কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতাও পাচ্ছি না।

তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে গেছে।

আমার স্বামীকে জনসন্মুখে ফেরত দিতে প্রধানমন্ত্রী যেন আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন এ অনুরোধও জানান হাসিনা আহমেদ।

প্রধানমন্ত্রীর  শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জান‍ানো হয়নি।

ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অরগানাইজেশনের আহ্বায়ক ড. মো. শাহজাহানের নেতৃত্বে নিখোঁজ সালাহ উদ্দিনের বাসায় আসা প্রতিনিধি দলের সদস্যরা হলেন-  বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর ভারপ্রাপ্ত সভাপতি ও হাইকোর্টের স‍াবেক বিচারপতি সৈয়দ আবু কাউসার মো. দবিরুশ্বন, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষন পরিষদের সভাপতি মো. নুরুল হুদা মিলু চৌধুরী, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ড. গোলাম রহমান ভূঁইয়া, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সভাপতি ড. ফরিদ উদ্দিন ফরিদ, নাগরিক অধিকারের স্বাধীনতা’র নির্বাহী সভাপতি আজমেরী বেগম সন্ধ্যা প্রমুখ।

এ সময় ড. মো. শাহজাহান সালাহ উদ্দিনের ব্যাপারে খোঁজ-খবর নিতে সরকারের প্রতি অনুরোধ জানান। প্রতিনিধি দলটি প্রায় আধঘণ্টা সেখানে অবস্থান করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।