ঝিনাইদহ: দশ বছর পর উন্মুক্ত কাউন্সিলের মাধ্যমে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুল ইলম হানিফ নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
ঘোষিত জেলা কমিটির সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন আব্দুল হাই এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র তরুণ নেতা সাইদুল করিম মিন্টু।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান ও সাবেক এমপি সফিকুল ইসলাম অপু মনোনীত হয়েছেন।
এদিকে আব্দুল হাই সভাপতি ও সাইদুল করিম মিন্টু জেলা আওয়ামী লীগের সম্পাদক নির্বাচিত হওয়ায় শহরে আনন্দ মিছিল বের করা হয়।
বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে সম্মেলন উদ্বোধন করেন দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সুবাশ বোশ, সাবেক মন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শেখর, কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনার, মহেশপুরের এমপি নবী নেওয়াজ, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ঘাদানিক নেতা আব্দুল মালেক, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ প্রমুখ।
জেলা সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন আগের কমিটির সাধরণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি মাহবুবুল আলম হানিফ বলেন, খালদা জিয়া মানুষ পুড়িয়ে সন্ত্রাস করে ক্ষমতা দখল করতে চান। যে কারণে তিনি বিশ্বের কাছে সন্ত্রাস ও জঙ্গি নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন।
তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নায়ক নয়, তিনি ছিলেন খলনায়ক। কারণ তিনি জোর করে ক্ষমতায় এসে রাজাকারদের পুনর্বাসন করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।
হানিফ অভিযোগ করেন, খালেদা জিয়া জনগণের কথা ভাবেন না। তিনি হত্যা, অবরোধ ও মানুষ পুড়িয়ে নিজেকে মামলার হাত থেকে বাঁচাতে চান, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫