ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

চিকিৎসা নিতে মাদ্রাজ যাচ্ছেন হাজী সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মার্চ ২৬, ২০১৫
চিকিৎসা নিতে মাদ্রাজ যাচ্ছেন হাজী সেলিম হাজী মো. সেলিম

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম চিকিৎসার জন্য ভারতের মাদ্রাজে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তার একান্ত সহক‍ারী মহিউদ্দিন মাহমুদ বেলাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



হাজী সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিয়েছিলেন। কিনেছেন মনোনয়ন ফরমও। নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ অধিবেশন শেষে স্পিকারের নিকট পদত্যাগপত্রও দেন, কিন্তু স্পিকার ওই পদত্যাগপত্র গ্রহণ করেননি।

পরে একইদিন রাতে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করতে যান হাজী সেলিম। এসময় নেত্রী তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।

হাজী সেলিমের একান্ত সহক‍ারী মহিউদ্দিন মাহমুদ বেলাল বাংলানিউজকে বলেন, গণভবন থেকে আসার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন হাজী সেলিম। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ও কার্যক্রম বন্ধ করে দেন তিনি। অনেক সময় ঘুমাতে চেষ্টা করেন। ঘুম না আসায় নারায়ণগঞ্জ, গাজীপুরে ফ্যাক্টরি পরিদর্শনে গিয়ে নিজেকে ব্যস্ত রাখেন। তারপরও স্বাভাবিক মনে হচ্ছে না হাজী সেলিমকে। এজন্য বৃহস্পতিবার মাদ্রাজে যাচ্ছেন।

২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনকে দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন। এরপর থেকে সাইদ খোকনের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নেন হাজী মো. সেলিমও। মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দু’জনই মনোনয়ন ফরম কেনেন। ওই দিন বিকেলেই হাজী সেলিম সংসদ থেকে পদত্যাগ করার মনোভাব নিয়ে অংশ নেন সংসদ অধিবেশনে। সেখানেও সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে নেত্রীর নির্দেশ পাল্টে যায় তার অবস্থান।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।