ঢাকা: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির জন্য স্টকে রাখা গ্রেনেড, হাত বোমা, পেট্রোল বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ চার জেএমবি সদসকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনগত গভীর রাত ২টায় উত্তরা উত্তর মোল্লারটেকের প্রেমবাগান কসাইবাজার এলাকায় র্যাব এ অভিযান চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ পরিচালক রুম্মন মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমবাগান এলাকায় অভিযান চালানো হয়। এসময় চার জেএমবি সদস্যকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
অভিযানে তাদের কাছ থেকে ১টি শক্তিশালী আরজেইস গ্রেনেড, ২৮টি হাতবোমা, ১২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল সংখ্যক জিহাদি বইসহ শক্তিশালী বোমা তৈরির পিপুল সরঞ্জাম পাওয়ার জেল, প্লাস্টিক বিস্ফোরক, সালফার ইত্যাদি উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫