ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা মহাসমাবেশ সফল করার আহ্বান

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, মার্চ ২৮, ২০১৫
মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা মহাসমাবেশ সফল করার আহ্বান

ঢাকা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ঢাকা বিভাগীয় মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম।

শনিবার (২৮ মার্চ) সংগঠনের পক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।



আগামী ৩১ মার্চ(মঙ্গলবার) দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এ মহাসমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এতে হেলাল মোর্শেদ খানের সভাপতিত্ব করার কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।